প্রতিনিধি ২৯ জুলাই ২০২২ , ৪:৩৯:৪১ প্রিন্ট সংস্করণ
নীলফামারীতে ৬ মাস মেয়াদি বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত শহর সমাজসেবা কার্যালয়, নীলফামারীতে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে জানুয়ারী-জুন ২০২২ সেশনে ৬ মাস মেয়াদি বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার, ২৯ জুলাই সকাল ১০টায় মশিউর রহমান ডিগ্রী কলেজে ৬ মাস মেয়াদী (৩৬০ ঘন্টা) বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিক, সমন্বয় পরিষদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম ডাবলু, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন। নীলফামারীর শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন বলেন, ৬ মাস মেয়াদি (৩৬০ ঘন্টা) বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সে মোট ১৪৮ জনের মধ্যে ১৩২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর নিবিড় তত্বাবধানে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পূন্ন হয়েছে।