• রংপুর বিভাগ

    নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষার্থীর

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২২ , ১২:১৮:৪৪ প্রিন্ট সংস্করণ

    উজ্জ্বল আহমেদ নীলফামারী প্রতিনিধিঃ

    নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় এক টিকটক তৈরী করা দশম শ্রেণীর স্কুল ছাত্র মোটর সাইকেল ও অটাে বাইকের মুখামুখি সংঘর্ষে নয়ন রায় ১৮ এর মর্মান্তিক মত্যু হয়েছে।
    সােমবার ২১/০২/২০২২ইং ফেব্রুয়ারি সকালে নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের ফুলতলা টােবাকাে নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    জানা জায়, নীলফামারী সদর উপজেলার খােকশাবাড়ী ইউনিয়নের ঢুলিয়ার বিল গ্রামের মাধব রায়ের পুত্র নীলফামারী কালেক্টরট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী টিকটকার নয়ন রায় মাটর সাইকেল সৈয়দপুর যাওয়ার সময় ঘটনা স্থলের বিপরীত দিক থেকে আসা একটি অটােবাইকের মুখােমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

    মাটর সাইকেলে টিকটক ভিডিও চলাকালীন এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নামছে । নীলফামারী সদর থানার অফির্সার ইনচার্জ আব্দুর রউপ সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ