উজ্জ্বল আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ,উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন এবং ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) সকালে নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
এসময় রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ জেলার বিভিন্ন শিল্প ও কারখানার প্রতিনিধি ও ইট-ভাটার মালিকরা উপস্থিত ছিলেন।এছাড়াও এসময় উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, বিসিকের উপব্যবস্থাপক হোসনে আরা খাতুন,
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নীলফামারী জেলার সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম আলম ডাবলু, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন। সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় উন্নত প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সকলকে সচেতন থাকার আহবান জানান জেলা প্রশাসক।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.