নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯শে মে রবিবার দিনব্যাপী নীলফামারী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা যুব ভবনের হলরুমে রংপুর বিভাগীয় কর্মশালা ২০২২ অনুষ্ঠিত হয়। নীলফামারীর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ আজহারুল ইসলাম খান,
পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ আঃ হামিদ খান, পরিচালক (দারিদ্র বিমোচন ও ক্ষণ) এ কে এম মফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আমিরুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ দিলগীর আলম, সহকারী পরিচালক মোঃ শামসুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন প্রমুখ। উক্ত কর্মশালায় রংপুর বিভাগের আট জেলার প্রত্যেক উপজেলার সফল উদ্যোক্তা, যুব সংগঠক, আত্মকর্মী উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.