প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২২ , ৯:০০:১৩ প্রিন্ট সংস্করণ
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৮৮ (একশত আটাশি) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ই ডিসেম্বর) সন্ধ্যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনের নেতৃত্বে বিভাগীয় স্টাসহ গোপন সংবাদের ভিত্তিতে ডোমার উপজেলার বামুনিয়া (কাছারি বামুনিয়া মাঝা পাড়ায়) বসত ঘর তল্লাশি করে ১৮৮(একশত আটাশি) বোতল ফেনসিডিল উদ্ধার করে। মাদক ব্যবসায়ী মোঃ মোশাইদুল (মোহাম্মদ আখতার উদ্দিন) পালাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ডোমার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন, যার মামলা- নং ০৬। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানায়, বিভাগীয় স্টাফসহ গোপন সংবাদের ভিত্তিতে ডোমার উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৮৮(একশত আটাশি) বোতল ফেনসিডিল উদ্ধার উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মোঃ মোশাইদুল (মোহাম্মদ আখতার উদ্দিন) পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মামলা দায়ের করা হয়েছে।