• রংপুর বিভাগ

    নীলফামারীতে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২২ , ৪:২৬:১৯ প্রিন্ট সংস্করণ

    নীলফামারী প্রতিনিধি:

    নীলফামারীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
    ২৭ই ডিসেম্বর দিনব্যাপী নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের নীলসাগর রেসিডেন্সিয়াল একাডেমির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা ক্রীড়া অফিসার মোঃ আবুল হাসেম। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এবং দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন, কির্ত্তনীয়াপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিপু সিদ্দিকী, গোড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কায়েদ-ই-আযম রাজু,

    নীলসাগর রেসিডেন্সিয়াল একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোঃ আয়নাল হক প্রমুখ। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, নীলসাগর রেসিডেন্সিয়াল একাডেমির প্রধান শিক্ষক শামসুল ইসলাম শুভ। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও স্কুলের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ