• রংপুর বিভাগ

    নীলফামারীতে নৌকার ভরাডুবি ১১ইউনিয়ন নির্বাচনে, স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২১ , ৩:০৪:১৮ প্রিন্ট সংস্করণ

    উজ্বল আহমেদ-নীলফামারী প্রতিনিধিঃ

    নীলফামারী সদর উপজেলার ১১টি ইউনিয়নে মধ্যে গতকাল (১১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে ইউপি নির্বাচন ২০২১। নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের চেয়ে স্বতন্ত্র প্রার্থীরাই বিজয়ী হয়েছেন বেশি। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১১ টি ইউনিয়নের মধ্যে ৯ টি ইউনিয়নে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। বাকি ২ টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন দু’জন চেয়ারম্যান প্রার্থী।

    বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন যারা- সংগলশী ইউনিয়নের-কাজী মোস্তাফিজার রহমান। গোড়গ্রাম ইউনিয়নের মাহবুব জর্জ । স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন যারা-লক্ষ্মীচাপ ইউ’পিতে-আমিনুর রহমান। (আনারস), পলাশবাড়ি ইউ’পিতে- ইব্রাহিম তালুকদার। (আনারস), কচুকাটা ইউ’পিতে- আব্দুর রউফ। (চশমা), রামনগর ইউ’পিতে- ওবায়দুল ইসলাম। (মটর সাইকেল), পঞ্চপুকুর ইউ’পিতে -ওয়াহেদুল ইসলাম।

    (ঘোড়া), সোনারায় ইউ’পিতে-নুরুল ইসলাম। (আনারস), চওড়া বড়গাছা ইউ’পিতে-আবুল খায়ের বিটু। (চশমা), চড়াইখোলা ইউ’পিতে- মাসুম রেজা (মটর সাইকেল), চাপড়া সরমজানী ইউ’পিতে- জাহাঙ্গীর আলম লালন ফকির (চশমা) এর আগে সকাল ৮ টা থেকে ১১ টি ইউনিয়নের ১০০ টি ভোট কেন্দে ভোট গ্রহণ শুরু হয়, ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪ টায়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ