প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২২ , ৪:০৮:৫৪ প্রিন্ট সংস্করণ
উজ্জ্বল আহমেদ-নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীনের সাথে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সংবাদকর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সহ-সভাপতি ইশরাত জাহান পল্লবী। এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, সদস্য নূরে আলম বাবু, সহঃ সদস্য নাজমুল হুদা ও জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীন বলেন, আমি নীলফামারীতে যোগদানের পর শুনেছি এই জেলার গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের অত্যন্ত চমৎকার সম্পর্ক। আশা করব- জেলা প্রশাসনের সাথে সংবাদকর্মীদের এই সম্পর্ক বজায় থাকবে। উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন নীলফামারীতে ২৬ তম জেলা প্রশাসক হিসেবে ১৬ জানুয়ারি নীলফামারীর দায়িত্ব গ্রহণ করেন।