• রংপুর বিভাগ

    নীলফামারীতে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় ও আলোচনা সভা

      প্রতিনিধি ১১ নভেম্বর ২০২২ , ৪:১০:১২ প্রিন্ট সংস্করণ

    উজ্জ্বল আহমেদ-জেলা প্রতিনিধি নীলফামারীঃ

    “সকল সাংবাদিকের আস্তা, জাতীয় সাংবাদিক সংস্থা” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারী জেলা শাখা জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১১ নভেম্বর) বিকেলে উকিলের মোড় জেলা অফিস কার্যালয়ে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম আবুল হোসেন শাহ্। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক। গঠনতান্ত্রিকভাবে কমিটি পরিচালনা এবং সাংবাদিকতা পেশায় নানাবিধ সমস্যাবলী থাকে সাংগঠনিকভাবে তা সমাধান করা।

    এছাড়াও সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানোসহ সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডে জড়িত থাকবে জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারী জেলা শাখা। এ সময়ে উপস্থিত ছিলেন , মহিলা বিষয়ক সম্পাদক খুশিমনি, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক নবীজুল ইসলাম নবীন, প্রচার সম্পাদক হারুনুর রশিদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম লিপন, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী সদস্য মাইদুল ইসলাম মিন্টু, সাধারণ সদস্য তাজুল ইসলাম, খোরশেদ আলম বাহাদুর ও আসাদুজ্জামান প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ