প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২১ , ৯:৩৮:১৩ প্রিন্ট সংস্করণ
উজ্জ্বল আহমেদ-নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদকর্মীদের নিয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওয়ারিন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীরের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর জানায়, আগামী ১১থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার ৬ টি উপজেলার ৬১ টি ইউনিয়ন ও ৪ টি পৌরসভায় ১ হাজার ৫’শ ৮৭টি কেন্দ্রে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এবারে ৬-১১মাস বয়সী শিশুর লক্ষমাত্র ধরা হয়েছে ৩০ হাজার ১’শ ৮৯ জন আর ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ৭’শ ৪ জন। ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে ১ম সারীর সুপারভাইজার থাকবে ১’শ ৯১ জন ও স্বেচ্চা সেবক রয়েছে ৩ হাজার ১’শ ৭৪ জন। এ সময় সাংবাদিকদের মধ্যে বিশেষ বক্তব্য রাখেন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মোঃ তাহমিন হক ববি।