নীলফামারীতে আন্ত:প্রজন্ম সংহতি: সকলের জন্য বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ১২ই আগষ্ট শুক্রবার বিকাল টায় ঘন্টাব্যাপী নীলফামারী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা যুব মিলনায়তনে আলোচনা সভা ও সনদপত্র বিতরন করা হয়।
জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ শহীদুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ দিলগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শামসুল ইসলাম। উক্ত অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়ে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন।
এসময় দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন সহ যুব সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, যে কোন দেশের যুব সমাজ সেই দেশের বড় শক্তি। যুব সমাজই একটি দেশের অর্থসামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি। তাই যুবসমাজকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। তবেই এগিয়ে যাবে দেশ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.