নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে জরিমানা করা হয়েছে। নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নীলফামারী জেলার ডোমার উপজেলার চিকনমাটি এলাকায় অবস্থিত মেসার্স মনছুরুল ইসলাম ব্রিকস ও মেসার্স শালকি ব্রিকস, সোনারায় এলাকার থ্রি ব্রাদার্স ব্রিকস এবং বেতগাড়া এলাকার মেসার্স এম এস বি ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় ০৪ (চার) টি ইটভাটার মালিক কে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোট ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং মোট ০৪ (চার)টি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে নেভানোসহ ইটভাটার কিলন স্কেভেটর দিয়ে ভেঙ্গে দেয়া হয়। নীলফামারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ অভিযানে নেতৃত্বে ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ বিভাগ, নীলফামারী ও ডোমার থানা পুলিশের একদল সদস্য এবং ডোমার ফায়ার সার্ভিসের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদেরকে সতর্ক করা হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.