প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২২ , ৮:১৭:৪৯ প্রিন্ট সংস্করণ
নিস্তব্ধতায় চাপা
কবি-শিহার আহম্মেদ
এক আকাশ তাঁরা হয়ে এসেছিলে তুমি,
এসেছিলে আমার এই জীবনে।
আজ কেন তবে বল,নিস্তব্ধতায় চাপা
উত্তেজিত মনে,অশ্রু ঝরে দু”নয়নে!!
ভেবেছিলাম তুমি ভুবনমোহিনী বসন্ত
তোমাকে বরণ করেছি সেই দিন
একটি কবিতার নাম ছিল “অনন্ত ”
ডেকেছিলে আমার প্রিয় নামটি ধরে!
চিরচেনা সেই নাম,চির পরিচিত কন্ঠস্বরে।
কেন হারিয়ে গেলে?কি এমন মোহের টানে!!
কতই খুঁজেছি, কোথাও পাইনি খুঁজে,
এখনো খুঁজে বেড়ায়,সেই তোমায়-এই শহরে!!