প্রতিনিধি ১৩ জুন ২০২২ , ৭:৩৫:৫৩ প্রিন্ট সংস্করণ
নির্মাণ কাজ শেষের একদম দ্বারপ্রান্তে অত্যাধুনিক সুজানগর উপজেলা মডেল মসজিদ। উপজেলা পরিষদের অভ্যন্তরে বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, চলতি জুন মাসের মধ্যেই মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যান্য মডেল মসজিদের ন্যায় এই মসজিদটিও উদ্বোধন করবেন। কর্তৃপক্ষ আরো জানান।
তিন তলা বিশিষ্ট অত্যাধুনিক এই মসজিদটিতে একসাথে প্রায় এক হাজার নারী-পুরুষ মুসল্লির নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি মসজিদটিতে ইসলামিক লাইব্রেরী, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, নারী-পুরুষ মুসল্লিদের পৃথক পৃথকভাবে ওযুর ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র এবং দেশি-বিদেশি মুসল্লির আবাসন সুবিধাসহ আরো বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে মসজিদটি পরিচালিত হবে বলে কর্তৃপক্ষ জানান।