• আইন ও আদালত

    নির্মমভাবে নিহত হওয়া পুলিশ সদস্য পারভেজের বাড়ী টাঙ্গাইলে

      প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৩ , ১১:২১:৫৫ প্রিন্ট সংস্করণ

    বিএনপি জামায়াতের সমাবেশ নামক তান্ডবে টেনে হিচড়ে নিয়ে রাস্তায় ফেলে নির্মমভাবে হত্যা করা পুলিশ সদস্যের নাম আমিরুল ইসলাম পারভেজ(৩৩)। তাঁর ৬ বয়সী তানহা ইসলাম নামের কন্যা সন্তান বাবা বাবা বলে বার বার আর্তনাদ করছে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেকান্দর মন্ডলের ছেলে ছিলো আমিরুল ইসলাম পারভেজ। তার গ্রামের বাড়িতে বৃদ্ধ বাবা-মা ও দুই ভাই থাকেন। ২০০৯ সালে তিনি পুলিশে যোগ দেন। এরপর ২০১২ সালে তিনি বিয়ে করেন।

    এসব বিষয় জানিয়ে টাঙ্গাইলের দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী বলেন, বিএনপির চেয়েও জামায়াত ইসলাম আরও বর্বর এবং ধর্মান্ধ। ওরা একজন পুলিশ সদস্য নয় বরং একজন দেশপ্রেমিক নাগরিককে হত্যা করেছে। নিহত এই পুলিশ সদস্যের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ছিল। কিন্তু নদী ভাঙনের কারনে তাদের বসতভিটা হারিয়ে পার্শবতী ইউনিয়ন হিসেবে আমাদের দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে বসবাস শুরু করেন। তবে ফয়েজপুরে বসবাস গড়ে তুললেও এখনও তারা দৌলতপুর এলাকার ভোটার। আমি মরহুমের বিদেহী আত্যার শান্তি কামনা করছি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ