প্রতিনিধি ২২ অক্টোবর ২০২২ , ১১:২৫:২২ প্রিন্ট সংস্করণ
আবুবকর মিল্টন-বাউফল পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে নির্বাচনের জেরে মনির সিকদার(৪০) নামে স্বেচ্ছাসেবকলীগের এক কর্মীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা তাঁতেরকাঠির চৌরাস্তা বাজার এলাকায় ঘটে এ ঘটনা। আহত মনির সিকদারকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মনির সিকদারের স্ত্রী মোসাঃ শিল্পী বেগম বলেন, গত ৬ই সেপ্টেম্বর নাজিরপুর ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে আমার স্বামী নৌকা মার্কার পক্ষে কাজ করে কিন্তু নৌকা মার্কা জিততে পারে নাই।
নির্বাচনে হারার পর থেকেই চশমা মার্কার লোকজন সব সময় আমাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছিলো। মাসুদ সওদাগরের নেতৃত্বে ১৫থেকে ২০জন লোক জোর করে আমার ঘরে ঢুকে আমার স্বামীকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। ঘরের সব মালামাল ভাংচুর করে তছনছ করে টাকা পয়শা নিয়ে চলে যায়।এ বিষয়ে মাসুদ সওদাগরের বক্তব্য নেয়ার জন্য চেষ্টা করলে তাঁর সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। অপারাধীদেরকে দ্রুতই আইনের আওতায় আনা হবে