প্রতিনিধি ৩ মে ২০২১ , ৩:২০:৩৮ প্রিন্ট সংস্করণ
নিউজ রুম:
সফল আলোর প্রত্যয়ে” এই স্লোগান নিয়ে নিরাময় ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা শাখার উদ্যেগে অসহায় ও দুস্থদের মাঝে মাসব্যাপী ইফতার এবং ঈদ সামগ্রী বিতরন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার বিকালে কোটচাদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফাজিলপুর দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র,শিক্ষকসহ এলাকার অসহায়দের মাঝে এসব বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিরাময় ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মো: ফরিদুজ্জামান ফরিদ, ইয়ামিন ইসলাম পলাশ,দুরুদ আলী, ফারুক হোসেন এবং ইকরামুল ইসলাম প্রমুখ।নিরাময় ফাউন্ডেশনের সদস্য মো: ফরিদুজ্জামান ফরিদ জানান, নিরাময় ফাউন্ডেশন সারা দেশে মাসব্যাপী অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন করছে। চলমান কর্মসূচি হিসাবে ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালণ করা হয়েছে।