প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২২ , ৮:০৬:৩৬ প্রিন্ট সংস্করণ
মোঃ ইব্রাহীম মাহমুদ-ঢাকা:
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপদ সড়ক, বহিরাগত যান চলাচল বন্ধ, দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১.০০ টায় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেন। তাদের দাবি হচ্ছে ক্যাম্পাসে বহিরাগত কোনো যান চলাচল করতে পারবে না, বন্ধের দিনগুলোতে লোক সমাগম করা যাবে না, হর্ন বাজানো যাবে না ইত্যাদি।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকল আরোহী এক নারীকে টেনেহিঁচড়ে অনেক দূরে নিয়ে গেছে একটি প্রাইভেটকার। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়।