• সাহিত্যে

    ‘নিরভিসন্ধি’ কলমে-কণা মির্জা

      প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২২ , ১:৫৯:০৮ প্রিন্ট সংস্করণ

    নিরভিসন্ধি
    কলমে-কণা মির্জা

    প্রতিটি মানুষ সুন্দর
    আর তার ভিতর বাস করে,
    আরেকটা সুন্দর মানুষ!
    যাকে ঘিরে গল্প কবিতা-
    অনুভূতির সকল আয়োজন।
    প্রভাতের প্রথম প্রহরে
    পাখিদের কিচিরমিচির ডাকা,
    পূর্ব আকাশে দেখেছি রক্তিম আভা
    সুখ দুঃখের জীবন রথে আর নয় হতাশা।
    অনুভূতি গুলো সাজায় রঙিন স্বপ্ন
    আমি খুঁজি তাকে ইচ্ছেমতোন,
    আমি আপনার উঠোনে
    রোজ ঝড়ে পরা একটা টুকরো পালক!
    আমি আপনার স্নিগ্ধ ভোরে
    আস্থা হয়ে জেগে ওঠা বিশ্বাস।
    হৃদ আত্মার সমীকরণে
    ঠাই করে নিন উষ্ণ আলিঙ্গনে,
    হৃদয় মন্দিরে উৎপাত করে একটা সুখ
    উত্তাল উত্তাপ থামিয়ে গড়ে দিন একটা নীড়।
    এ দেহের প্রতিটি রক্ত বিন্দুতে
    আপনার স্পর্শে-
    নিরভিসন্ধি কেঁপে ওঠে স্নায়ুর আধাঁরে।
    ভালোবাসার মতোই মৃত্যু হোক
    অনাবিল আনন্দ নিয়ে,
    স্বপ্নের ডানায় ভর করে
    আসুন বাচিঁ স্নিগ্ধ আবেশে-
    ঝড়, সাইক্লোন রুখে!
    ফুলের সুভাষে, মেঘে মেঘে বাতাসে,
    প্রেম ক্ষুধা তৃষ্ণা নিয়ে
    যেখানে ভালোবাসা আছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ