• Uncategorized

    নিরবেই চলে গেলেন না ফেরার দেশে সুজানগরের যুবনেতা হারুন মোল্লা

      প্রতিনিধি ২৫ আগস্ট ২০২০ , ৫:১২:১৩ প্রিন্ট সংস্করণ

     

     

     

    শেখ রেজাউল করিম রুবেল:

    নিরবেই চলে গেলেন না ফেরার দেশে,পরিবার-পরিজন,আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক সহযোদ্ধা ও বন্ধুদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন এক সময়ের তুখোড় ছাত্রনেতা সুজানগর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি হারুনর রশিদ ওরফে হারুন মোল্লা। হারুন মোল্লা রাজনীতির পাশাপাশি যুক্ত ছিলেন ফুটবল খেলার সাথে তিনি স্ট্রাইকার ও ক্রীড়া সংগঠক ছিলেন। সোমবার (২৪ শে আগস্ট) সকাল ১০ টায় পাবনার সুজানগর পৌরসভা ৩ নং ওয়ার্ডের ভবানিপুর কাচারী পাড়া তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । সে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুর ডাঙ্গী গ্রামের মৃত শাহাজ উদ্দিন মোল্লা ওরফে শাকের মোল্লার বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর, মৃত্যু কালে তিনি মা, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বাদ আসর সুজানগর কাচারীপাড়া স্টেডিয়াম মাঠে তার প্রথম জানাজা নামাজ ও পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের খাপড়া ডাঙ্গী গোরস্থানে দ্বিতীয় জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। হারুন মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেন, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক এমপি এড.একেএম সেলিম রেজা হাবিব, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব সিদ্দিকুর রহমান, জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, সাধারণ সম্পাদক হিমেল রানা,

     

     

    উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস। হারুন মোল্লার জানাজা নামাজ পূর্বে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর স্মৃতিচারণ করেন ও উপস্থিত ছিলেন সাবেক এমপি সেলিম রেজা হাবিব, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড.আরশেদ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা-আল -মাহমুদ মান্নান মাষ্টার, শেখ তুহিন, সদস্য আব্দুল হালিম সাজ্জাদ, জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও হারুন মোল্লার চাচাত ভাই আব্দুস সালাম মোল্লা, বন্ধু মোক্তার হোসেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু,নুর মোহাম্মদ মাসুম বগা, আনিসুর হক বাবু, টুটুল বিশ্বাস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান প্রিন্স, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রউফ, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, দৈনিক খবর বাংলা পত্রিকার সম্পাদক আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির হেসাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সুজানগর প্রেসক্লাবের সম্পাদক এম মনিরুজ্জামান প্রমুখ। জানাজা নামাজ পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী। হারুন মোল্লার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রথমে ১৯৯৬ সালে উপজেলা ছাত্রদলের সভাপতি ও ১৯৯২ উপজেলা যুবদলের-২০১২ সভাপতি নির্বাচিত হন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ