প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২১ , ৪:৫৯:০৮ প্রিন্ট সংস্করণ
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে লামাকাজী ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল পালন:
সাবেক সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএপির সাংগঠনিক সম্পাদক সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল পালন করা হয়েছে।
রবিবার ১৭ জানুয়ারী বিকাল ৪ ঘটিকার সময় স্হানীয় উপজেলার লামাকাজীতে এ বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ তালুকদার ও ছাত্রদল নেতা মো: সহির আহমদ এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিন করে লামাকাজী বাস পয়েন্টে এসে শেষ হয়।
এসময় উপস্হিত ছিলেন লামাকাজী ইউনিয়ন ছাত্রদলের নেতৃবন্দ।
উল্লেখ্য : ২০১২ সালের ১৭ ই এপ্রিল এম ইলিয়াস আলী নিখোঁজ হন। অপেক্ষার ১০৫ মাস গত হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত কোন সন্ধান মেলেনি।