প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৩ , ৯:০৫:৪৬ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেক্স:
আজ (১৫ এপ্রিল ২০২৩)
তাদের কাছে ভোর সাড়ে ৫টার পরপর আগুন লাগার খবর আসে। ৫টা ৪৩ মিনিটে ফায়ারের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়। একে একে আরও ১৭ ইউনিট সেখানে পৌঁছায়। পরে সকাল ৭টার দিকে আরও পাঁচ ইউনিট সেখানে যুক্ত হয়। বর্তমানে ২৩ ইউনিটে এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানী নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট কাজ করছে। তবে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।