প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২১ , ৩:৩৫:৪১ প্রিন্ট সংস্করণ
ডেস্ক রিপোর্ট – : আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় সফরে নেই সাকিব আল হাসান।
দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ ও মোসাদ্দেক হোসেন।
নিউজিল্যান্ড সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে কোয়ারেন্টিন পর্ব শেষ করে কুইন্সটাউনে ৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা। এরপর ২০ মার্চ থেকে শুরু হওয়ার কথা সিরিজ।
সূচি অনুযায়ী, ২০ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর ২৩ ও ২৬ তারিখে অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষ হলে ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মার্চ ও পহেলা এপ্রিল।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান এবং নাসুম আহমেদ।
এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি –
ওয়ানডে সিরিজ :
১ম ওয়ানডে : ২০ মার্চ, ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন
২য় ওয়ানডে : ২৩ মার্চ, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে
৩য় ওয়ানডে : ২৬ মার্চ, বেসিন রিজার্ভ,ওয়েলিংটন
টি-টোয়েন্টি সিরিজ ::
১ম টি-টোয়েন্টি : ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন
২য় টি-টোয়েন্টি : ৩০ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
৩য় টি-টোয়েন্টি : ১ এপ্রিল, ইডেন পার্ক, অকল্যান্ড