• রাজশাহী বিভাগ

    না ফেরার দেশে চলে গেলেন-শিক্ষা অফিসার বাবলু

      প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৩ , ১২:১৩:০৯ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন, শিক্ষা অফিসার রেজাউল হক বাবলু (৫৫)। তিনি সুজানগর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আব্দুল লতিফ মাস্টারের একমাত্র ছেলে ও বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিসারের দায়িত্বে ছিলেন। গতকাল শুক্রবার বিকেল আনুমানিক ৫:৫৭ মিনিটে (২০ জানুয়ারি ২০২৩ ইং) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে

    মৃতকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ আজ শনিবার দুপুর দুই ঘটিকায় পাবনার সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে স্মৃতিচারণ করেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন,

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস, মরহুম রেজাউল হক বাবলু’র চাচাতো ভাই বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান, ভগ্নিপতি অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, ছেলে শাহরিয়ার রেজা শাজীদ।এ সময় পৌরসভার মেয়র ও

    উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির আহবায়ক এবিএম তৌফিক হাসান আলহাজ্ব, সদস্য সচিব শেখ আব্দুর রউফ সহ আওয়ামী লীগ, বিএনপি’র নেতৃবৃন্দ এবং আত্মীয়-স্বজন ও বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ জানাজা নামাজে অংশগ্রহণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ