প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২২ , ৩:৪১:৫৩ প্রিন্ট সংস্করণ
মনিরুজ্জামান মনির-শেরপুর জেলা প্রতিনিধি:
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে শেরপুর জেলার নালিতাবাড়ীতে মর্যাদাপুর্ন ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ¶মতায়ন (সীডস) কর্মসূচির আওতায় শিখন সহভাগিতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় নালিতাবাড়ী উপজেলার বারোমারী সেন্টলিও জুনিয়র স্কুলে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কারিতাসের সংলাপ কিশোর/কিশোরীবৃন্দের অংশগ্রহণে এ সহভাগিতা কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন। সিডস কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মি. দুলেন আরেং এর সভাপতিত্বে ও পিও ওসমান গণির সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেন্টলিও জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক মি. রোজী হাদিমা, বারোমারী ধর্মপল্লীর পাল পুরোহিত তরুণ বানোয়ারী, টিআইবি সদস্য জোবাইদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন, কারিতাস সিডস প্রকল্পের প্রজেক্ট অফিসার হিল্লোল নকরেক, প্রণয় কুমার ম্রং, নালিতাবাড়ী উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমাসহ কারিতাসের অন্যান্য মাঠ কর্মীগণ।
কিশোরী সংলাপ কেন্দ্রে শিশুর অধিকার বাস্তবায়নকল্পে জেন্ডার জীবন দক্ষতা, স্বাস্থ্য, পুষ্টি, প্রতিবন্ধী, বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন, দূর্যোগ ও সুশাসনসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বক্তারা কর্মশালায় বলেন, কারিতাস দরিদ্র পীড়িত ও দুর্যোগপূর্ণ এলাকার মানুষকে সচেতন, তাদের বাসস্থান দিয়ে পুর্নবাসিত, আত্মকর্মসংস্থান, প্রাকৃতিক দুর্যোগের সময় করনীয়, বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ মানব কল্যাণমূলক কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশসনীয়। কর্মশালায় সংলাপ ও ফোরামের প্রায় দেড় শতাধীক কিশোর-কিশোরীবৃন্দ অংশগ্রহণ করে।