• সাহিত্যে

    “নারী” লেখক: জাহাঙ্গীর আলম

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২২ , ৪:৪১:০০ প্রিন্ট সংস্করণ

    নারী
    লেখক:জাহাঙ্গীর আলম

    জননী নারী ঘরনি নারী-
    চলুনে শ্রেষ্ঠ গুণ-
    ধরনে হরন করিয়া তরুণ
    বিষেতে বিনাশী মন-
    হৃদয়ে মায়া আঁচলে ছায়া-
    ছলনা বিজয়ী হাসি-
    নারীর মাঝে স্বর্গ নরক
    -নারীই সর্বনাশী-

    নারীর চাহনি স্বপ্ন হরণী-
    আশাতে ভাঙিবে বুক-
    নারীর মাঝে সৃষ্টি ধ্বংস-
    নারীতে মিলিবে সুখ-
    নারীর কথাতে মজিয়া পাপেতে-
    ধরাতে ঝরেছে রক্ত-
    যুগে যুগে তাই চলছে লড়াই
    নারীর কারণে ক্ষিপ্ত-

    কত-শত প্রাণ বিরহী পরান-
    জীবন করেছে দান-
    শত মহাবীর উন্নত শির
    ধুলিতে লুটেছে মান-
    নারীর মায়াতে রক্তক্ষরণে –
    ছেড়েছে রাজ্য ঘর-
    বিশ্ব জয়ে শ্রেষ্ঠ নারী-
    নারীর শক্তি নর-
    বহুরূপীতে সাজিয়ে নারী-
    পুরুষ করিল দাস-
    নারীর রুপেতে ডুবিলে সাগরে হইবে সর্বনাশ
    চলমান–