• রংপুর বিভাগ

    নারী উন্নয়ন ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২২ , ২:২৩:২৮ প্রিন্ট সংস্করণ

    বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ

    ১৪ই ফেব্রুয়ারী, রোজ সোমবার, সুন্দরগঞ্জ গাইবান্ধা। বাংলাদেশ নারী উন্নয়ন ফোরাম সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহবানে আজ সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে “উপজেলা পরিষদের বাৎসরিক বাজেটের ৩% অর্থ নারী উন্নয়ন ফোরামের জন্য বরাদ্দ প্রদান এবং গৃহীত প্রকল্পের ২৫% নারী সদস্যদের মাধ্যমে বাস্তবায়নের দাবীতে, নারী উন্নয়ন ফোরামের গাইবান্ধা জেলা সভাপতি ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ উম্মে সালমা বেগম এর সভাপতিত্বে ” মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ” অনুষ্ঠিত হয়।

    এসময় আরো উপস্থিত ছিলেন নারী উন্নয়ন ফোরাম, সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি মোছাঃ ফরিদা বেগম, সাধারন সম্পাদক মোছাঃ তাহেরা বেগম, কোষাধ্যক্ষ মোছাঃ নুরুন্নাহার বেগম, কার্যকরী সদস্য মোছাঃ রত্না বেগম, মোছাঃ লিলি বেগম, মোছাঃ আঞ্জুয়ারা বেগম, মোছাঃ আনোয়ারা বেগম সহ সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।

    ঘন্টা ব্যাপী চলমান মানববন্ধন বক্তারা সরকারী প্রজ্ঞাপন মেনে নারী উন্নয়ন ফোরামের জন্য সংরক্ষিত ৩% বরাদ্দ ও বাৎসরিক বাজেটে গৃহীত প্রকল্পের ২৫% নারী সদস্যদের মাধ্যমে বাস্তবায়নের জোর দাবী জানান। সভাপতির বক্তব্যে জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ উম্মে সালমা বেগম বলেন, আমরা নারীরা সর্বক্ষেত্রে বঞ্চনার স্বীকার, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আমরা আমাদের প্রাপ্য হতে বঞ্চিত হচ্ছি, আমরা আমাদের অধিকার আদায়ে ইতিপুর্বে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করে,

    অদ্যবদী কোন সুষ্ঠু সমাধান না পেয়ে আজ আমরা রাস্তায় নেমেছি, আমাদের ন্যায্য অধিকার পেতে প্রয়োজনে আমরা আরো বৃহত্তর কর্মসুচী গ্রহন করবো। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা নারী, জনগনের ভোটে নির্বাচিত হয়েছেন, জনগণের আস্থার প্রতিদান দিতে আপনাদের অধিকার আদায় জরুরী। অধিকার আদায়ে যেকোন কর্মসুচীতে সকলের সক্রিয় অংশ গ্রহনের আহবান জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ