নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ি পরিষ্কারের কথা বলে ডেকে নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। এর আগে শনিবার (১ ফেব্রুয়ারী) উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
ধর্ষক নাঈম বালিয়াপাড়া গ্রামের মৃত সিদ্দিক বেপারীর ছেলে।আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গত ১ ফেব্রুয়ারী উপজেলার বালিয়াপাড়া গ্রামের জনৈক ব্যাক্তির বাড়ীতে কেউ না থাকার সুবাধে বাড়ির আঙ্গিনা পরিষ্কারের কথা বলে ভাবীবে ডেকে আনে। ভাবী আসার সাথে সাথে দেবর নাঈম (৪০) ভাবীর মুখ চেপে ধরে খাটে উপর ফেলে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার পর লোকলজ্জার ভয়ে ভাবী বিষয়টি গোপন করেন। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে প্রথমে আড়াইহাজার হাসপাতাল এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ওসি আরো জানান, আসামী নাঈমকে গ্রেপ্তারের চেস্টা চলছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.