• Uncategorized

    নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তা প্রদশর্নী মেলা 

      প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২১ , ৭:৫৭:৪৩ প্রিন্ট সংস্করণ

    নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তা প্রদশর্নী মেলা  নারায়ণগঞ্জ শহরের বাঁধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো গাজী ইভেন্ট প্লানার এর আয়োজিত তিনদিনের  তরুণ উদ্যোক্তা ও অনলাইন ব্যবসায়ীদের নিয়ে উদ্যোক্তা প্রদর্শনী মেলা২০২১।

    ৫থেকে ৭ জানুয়ারী এ তিন দিন  সকাল দশটা হতে রাত দশটা পর্যন্ত এ মেলা চলমান ছিলো। মোলায় মোট ৪০টি স্টল বসেছিল। দেশীয় পোষাক, খাদ্য ও বাহারী পিঠা পুলি দিয়ে সেজেছিলো প্রতিটি স্টল। নানা বয়সী দর্শদের উপস্হিতিতে কেনা কাটা লক্ষকরা যায়।

    মেলায় নারী উদ্যোক্তা স্বপ্নজয়ী নারী কল্যান সংস্হার সভানেত্রী শফুরা বেগম বলেন, নারী দের উন্নয়নের কথা চিন্তা করে এ মেলার আয়োজন সত্যি প্রশংসনীয়।আমরা নারীরা ঘরে বসে যে পন্য উৎপাদন করে থাকি মূলত এ মেলার মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ।

    আমরা চাই নিজেরা যার যার অবস্হানে থেকে সমাজের জন্য কিছু করতে পাশাপাশি নিজেরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে।এ মেলায় আমার শফুরা’স চিকেন ও শফুরা এক্সক্লুসিভ ফ্যাশন হাউস নামে স্টল আছে। নারীদের উন্নয়নে শুধু নারীরা নয় পুরুষসমাজ রও এগিয়ে এসে সহায়তা করুক এটাই আমার কামনা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ