প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২১ , ৩:৩৯:৫৮ প্রিন্ট সংস্করণ
নান্দাইল উপজেলা পৌরসভা নির্বাচন কে সামনে রেখে প্রচারনা শুরু নান্দাইল পৌরসভা ৩নং ওয়াড ঝালুয়া পশ্চিম অংশে জনাব নিজামুল ইসলাম ভূইয়া নির্বাচন নিয়ে মত বিনিময় করেন। এবং ৩নং ওয়াডে সবাই কে আশ্বাস দেন এলাকা উন্নয়ন করবেন গরীব দুঃখী মানুষের পাসে থাকবেন।
এবং ইভটিজিং মুক্ত মাদক মুক্ত সমাজ গড়ার। ৩নং ওয়াডবাসী আবদার এমন একজন কে ভোট দিবে যে সবসময় তাদের পাসে থাকবে থাকে তাদের মূল্য বান ভোট প্রধান করবে।