• সাহিত্যে

    “নানা বাড়ি” কলমে-ববি

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২২ , ৫:২১:৫০ প্রিন্ট সংস্করণ

    নানা বাড়ি
    কলমে-কানিজ তানজিমা ববি

    আমায় আজো পিছু ডাকে সেই শৈশবকাল,
    পায়ে হেঁটে নানা বাড়ি পার হতাম এক বিল।

    মনে পড়ে বাঁশের উপর দিয়ে সেই খাড়ি পার হওয়া!
    মনে পড়ে সেই তালপুকুরের পাড় দিয়ে হেঁটে চলা!
    গা ছমছম করা সেই ভয়াতুর মন,
    ঐখানেতে ছিল একটা আস্ত বড় জ্বীন!

    না না না,এটা মোটেও নিছক কল্পনা নই আমার!
    বলতো সেটা নানা বাড়ির ছোট বড় সবাই।
    প্রতি অমাবস্যা রাতে,বিশাল এলোকেশে
    নেমে আসতো ভয়ংকর জ্বীন
    ঐ তালগাছ থেকেই!!!

    বর্ষাকালে নৌকা চড়ে যেতাম নানা বাড়ি,
    বিলের বুকে পদ্ম,শাপলা নিতাম দুহাত ভরি।
    দূর থেকে ঐ তালপুকুর কে দিতাম ভেংচি কেটে
    যাব না তোর পাশ দিয়ে আর নৌকা ঘাট যে দূরে।

    আশ্বিন মাসে নানার গ্রামে বসতো বড় মেলা
    আমার আবদার মামার কাছে দু’হাত ভরা চুড়ি।
    রেশমী চুড়ির নানান রঙে দুহাত দিতো ভরে
    ছোট মামা সবচেয়ে বেশী দিতো আদর করে।

    হরেক রকম নাড়ু আর হরেক রকম খাবার
    দিন কাটতো সবার সাথে নানা রকম খেলায়।
    মামাদের কাছে খুব আদরের ভাগ্নী ছিলাম আমি
    সুযোগ পেলেই তাইতো ছুটতাম প্রিয় নানা বাড়ি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ