প্রতিনিধি ৫ নভেম্বর ২০২২ , ১২:১০:৫৭ প্রিন্ট সংস্করণ
মোঃ ইব্রাহীম মাহমুদ-ঢাকা:
রাজধানীর মিরপুর-১ চিড়িয়াখানা রোডে স্পার্ক হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা জানাই কোনো কারণ ছাড়াই আমাদেরকে যশোর পাঠাচ্ছে। কিন্তু আমরা কেউ যেতে ইচ্ছুক নয়, আমাদের কথা হচ্ছে লেখাপড়া করছি ঢাকায় কেন যশোর যাবো। অভিযোগ আছে একই লাইসেন্স দিয়ে দুটি প্রতিষ্ঠান চালাচ্ছে। রাতের আধারে কলেজের মালামাল যশোর পাঠিয়ে দিচ্ছে – কলেজের চেয়ারম্যানের নির্দেশে। এর প্রতিবাদ করতে গেলে শিক্ষার্থীদের ওপর নানা রকম আচরণ করেন। তেমনি কয়েকজনের সঙ্গে কথা হয় – তারা জানান – আমাদের সবকিছু চুরি করে নিয়ে যশোর সাজাবে, অন্য এক শিক্ষার্থী বলে আমরা মেডিকেলের স্টুডেন্ট আমাদের সাইনবোর্ড কোথায়? আমাদের পরীক্ষা শেষ না হওয়ার আগেই হোস্টেল থেকে বের করে দিচ্ছে।
এ নিয়ে আজ(শনিবার) কলেজটি চেয়ারম্যান আকরাম হোসেনের কাছে দাবি তুলে ধরেন –
১. মিরপুর ইনিস্টিউট অব নার্সিং সাইন্স কলেজের রেজিষ্ট্রেশন করতে হবে।
২.কেন যশোর যাবো?
৩.কোনো শিক্ষার্থী মিরপুর ছেড়ে যাবে না
৪.রাতের আধারে কেন কলেজের মালামাল যশোরে পাঠানো হয়েছে?
৫. আগামী এক সপ্তাহের মধ্যে তা ফেরত আনতে হবে।
কিছু দাবিতে অস্বীকৃতি জানান পরে চেয়ারম্যান আকরাম হোসেনের সাথে আন্দোলনকারী কথা-কাটাকাটি হয় পরে চেয়ারম্যানকে এক পার্যায়ে অবরুদ্ধ করে রাখেন। পরে নামাজের কথা বললে ছেড়ে দেন। দীর্ঘ ২ ঘন্টা অপেক্ষা পরে তার কক্ষে প্রবেশ করেন শিক্ষার্থীরা প্রায় ১ ঘন্টা আলোচনায় পরও কোনো সমাধান হয়নি। পরে শিক্ষার্থী বের হয়ে আসেন।
এদিকে চেয়ারম্যান আকরাম হোসেনের সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি।