নাটোরের সিংড়ায় সিএনজি উল্টে মহিলাসহ ২জন যাত্রী আহত হয়েছে। শনিবার বেলা আনুমানিক এগারোটায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে বামিহাল বাজারের দিকে আসছিল। সিএনজিটি জামতলী বাজার পার হয়ে এসে বিনগ্রাম বাজার এলাকার বিনগ্রাম কানুপুকুর ব্রীজের নিকট পৌছলে বিনগ্রাম কানুপুকুর গ্রামের হাবিবুর পিতা আঃ জলিল তাহার একটি গরু নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় সিএনজি বেপরোয়া গতিতে গরুটিকে ধাক্কা দেওয়ায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে হালিমা বেগম (৪৮) স্বামী আইয়ুব আলী ও আবুল কাশেম (৬৫) পিতা হুলমুত ফকির গুরুতর আহত হয়।
জানা যায়, আহত হালিমা বেগম উপজেলার সুকানগাড়ী গ্রামের আইয়ুব আলীর স্ত্রী ও কাশেম উপজেলার উত্তর দমদমার হুলমুত ফকির এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চালক তপন সে উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্রাম গ্রামের প্রভুর ছেলে। সিএনজি টি দ্রুত গতিতে আসার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গরুটির একটি পা ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.