মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি পরিবেশ বিদ্যা, প্রাণ প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতির আলোচনা ও মতিবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় নাচোল মহিলা কলেজে এ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনিয়াস নলেজ-বারসিক এই আলোচনা ও মতবিনিময়ের আয়োজন করে। মতবিনিময়ে কৃষক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন গোলাবাড়ী কলেজের অধ্যক্ষ গাজীউল আলম। সঞ্চালনা করেন বারসিক রাজশাহীর এলাকা সমন্বয়কারী শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লেখক আলাউদ্দিন আহমেদ বটু, প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, নাচোল মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পদাক সাজিদ তৌহিদ, সাংবাদিক নুরুল ইসলাম বাবু, কৃষি উদ্যোক্তা ওবাইদুর রহমান। উন্মুক্ত আলোচনায় রানী ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং, নাচোল উপজেলা স্কুলের সহকারী শিক্ষক মজিদুল ইসলামসহ আরো অনেকেই অংশ নেন। সূচনা বক্তব্য দেন কৃষক গবেষক রঞ্জু আকন্দ।
বারসিক প্রতিনিধিদের মধ্যে সহযোগী প্রোগ্রাম অফিসার অমিত সরকার, সহকারী প্রোগ্রাম অফিসার তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনায় নাচোল তথা বরেন্দ্র অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষা করা, জলবায়ু পরিবর্তন, নিরাপদ খাদ্য উৎপাদন বিশেষ করে জৈব সারের ব্যবহার ইত্যাদি বিষয় উঠে আসে। আলোচনায় গুরুত্ব পায় বরেন্দ্র অঞ্চলের পানি সংকট নিয়ে। আলোচনা ও মতবিনিময় শেষে নাচোলের পরিবেশ সুরক্ষায় ফোর্সেস গ্রুপ হিসেবে সবুজ সংহতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.