• Uncategorized

    নাউরী কলেজ এমপিওভুক্ত হওয়ায় ও গেইট নির্মাণ উপলক্ষে মিলাদ ও দোয়া

      প্রতিনিধি ৬ নভেম্বর ২০২০ , ৩:২৫:১৩ প্রিন্ট সংস্করণ

    মো.তুহিন ফয়েজ:

    মতলব উত্তরে নাউরী আদর্শ ডিগ্রী কলেজ এমপিওভুক্ত হওয়ায় এবং কলেজের প্রধান ফটকের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর শুক্রবার  সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল।

    প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার, এই সরকারের আমলে শিক্ষাকে প্রথম থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা প্রসারে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সরকার শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু উদ্যোগের কারণেই শিক্ষা প্রসারে এখন আমরা রোল মডেল।

    তিনি আরো বলেন, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন হবে। সে সঙ্গে সকল হাই স্কুল ও মাদ্রাসার নতুন ভবন হবে। আমরা এ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ীত করেছি। ছেলে-মেয়েদের হ্যারিকিনে পড়তে হয় না। সবাই আজ বিদ্যৎ এর আলোয় লেখা পড়া করছে।

    নাউরী আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক মেহেদী মাসুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

    আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, শিক্ষানুরাগী গোলাম হোসেন, সাহাবুদ্দিন ভূঁইয়া, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস উদ্দিন সিরাজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মনোয়ার হোসেন, এখলাছপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, কলাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা, ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক শামসুজ্জামান ডলার, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম।

    এ সময় নাউরী আদর্শ ডিগ্রী কলেজের বিদোৎসাহী সদস্য বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ মফিজুল ইসলাম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক দলিল উদ্দিন বিএসসি, মিজানুর রহমান, কামরুজ্জামান, মোয়াজ্জেম হোসেন, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র মান্নান বেপারী, ছাত্রলীগের সাবেক আহবায়ক এ্যাড. মহসীন মিয়া মানিক, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি.রেজাউল করিম, সাবেক ছাত্রলীগ নেতা আ. রব প্রধান,  ঢাকা মহানগর তাঁতীলীগ নেতা ইব্রাহিম, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, যুবলীগ নেতা আলমগীর হোসেন প্রধান উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ