কপিল উদ্দিন জয়-বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা'ধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের একটি বিশেষ অভিযান চালিয়ে বিদেশিমদসহ ১পাচারকারীকে আটক করেছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি টমটমগাড়ি জব্দ করা হয়। শুক্রবার (৯ডিসেম্বর ) সকাল সাড়ে ১১টার সময় ঘুমধুম ৪নং ওযার্ডের টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখ অভিযান পরিচালনা করে সন্দেহাতীত উক্ত টমটম গাড়ি তল্লাশি করে ৭২ বোতল বিদেশি মদ ও একটি টমটমগাড়িটিসহ এক যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত ব্যক্তি টেকনাফ উপজেলার ১নং হোয়াইক্ষ্যং এলাকার আনোয়ার এর ছেলে হামিদ (১৫)।
নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চালানো অভিযানে এসব মদ উদ্ধার করা হয়। আটককৃত হামিদ এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.