প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২১ , ৩:২৬:৪৭ প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ জিয়া-
নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বাজারে আগুনে পুড়ে গেছে ৩টি দোকান।নগদ টাকা সহ সমস্ত মালামাল।১৬ এপ্রিল রাত ২ ঘটিকায় চাকঢালা বাজারের দক্ষিণ পাশে একটি কম্পিউটারের দোকানে বিদ্যুৎ থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। স্হানীয়রা জানান, লকডাউনের কারনে সন্ধার আগেই দোকান পাট বন্ধ করে ব্যবসায়ীরা চলে জায়। রাত দুই টার সময় আগুনের সুত্রপাত হলে, ডিউটি রত পুলিশের সহায়তায় স্হানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।পুড়ে যাওয়া গুলো হলো নুর মোহাম্মদ এর কম্পিউটারে দোকান, ছৈয়দ আহামদের কাপড়ের দোকান, আলমগীরের কম্পিউটারের দোকান, ছৈয়দ আহমেদ (ছৈয়দ খলিফা) এর নগদ ১৭ হাজার ৫ শত টাকা সহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। ক্ষতি গ্রস্ত ছৈয়দ খলিফা জানান, ঈদকে সামনে রেখে প্রথম রমজানে লক্ষাদিক টাকার কাপড় তোলেছিলাম। কিন্তু ভাজ্ঞ সব কেড়ে নিল। আমি সহ আমরা তিন ব্যবসায়ী একন নির্শ প্রায়। খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্হল পরিদর্শন করেন, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেন ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন।