বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ' ২০২২ উদযাপন উপলক্ষে শনিবার (২৩জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মৎস্য অফিসে এক মতবিনিময় ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমদ। তিনি মৎস্য খাতে সফল ও ভূয়াসী প্রশংসা করে বলেন, বলেন মৎস্য অধিদপ্তর ও এই খাতে উপজেলায় সফলতা অর্জনের পাশাপাশি এ চাষের প্রতি দেশের মানুষের আস্থা ও আগ্রহ বেড়েছে।
এসময় উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ,সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য মোঃ জয়নাল আবেদীন টুক্কু, মোঃ ইউনুছ উপস্হিত ছিলেন।
আলোচনা সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে, উপজেলায় চাষ নিয়ে আলোচনা সভা, র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, মাছে ফরমালিন বিরোধী অভিযান, স্কুল-কলেজে প্রামাণ্যচিত্র প্রদর্শনী,সর্ব শেষ মাছ চাষিদের নিয়ে সমাবেশ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.