• Uncategorized

    নাঃগঞ্জে সাংবাদিক ইলিয়াস হত্যার প্রতিবাদে প্রতিকি অনশন পালিত

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২০ , ৫:৩৬:০০ প্রিন্ট সংস্করণ

    সাদ্দাম হোসেন মুন্না-স্টাফ রিপোর্টার:

    নারায়নগঞ্জ জেলার বন্দর থানার দৈনিক বিজয় পত্রিকার প্রতিনিধি সাংবাদিক ইলিয়াস শেখ হত্যার সাথে জড়িত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা সহ মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে হস্তান্তরের দাবীতে চাষাড়া শহিদ মিনারে প্রতিকি অনশন পালিত হয়।

    ১৮ নভেম্বর, ২০২০ইং তারিখ বুধবার সকাল ১১ টায় নারায়নগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংবাদিক জোট এক প্রতীকী গন অনশন কর্মসূচী পালন করেন।কর্মসূচীতে সভাপতিত্ব করেন বন্দর প্রেস ক্লাবের সভাপতি ও সম্মিলিত সাংবাদিক জোটের আহবায়ক দৈনিক নারায়ণগঞ্জের আলোর সম্পাদক মোঃ মোবারক হোসেন খান কমল।

    অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জ প্রতিনিধি ও দৈনিক ডান্ডি বার্তার প্রকাশক ও সম্পাদক ও নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়নগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু সংসদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি ও নারায়নগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম আখতার হোসেন।

    দৈনিক নারায়ণগঞ্জের আলোর প্রকাশক ও দৈনিক যুগান্তর ও ডিবিসি নিউজ এবং ডেইলি অবজারভারের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ,দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ সেন্টু, বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন সিদ্দিকী ও বন্দর থানা মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহীনসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন টেলিভিশন প্রতিনিধি, জাতীয় ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক এবং অনলাইন পোট্রালের সাংবাদিক বৃন্দ ও মানবাধিকার এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উক্ত কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ