আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ
নরসিংদী রেলস্টেশনে নারী হেনস্থাকাণ্ডে এক নারীকে আটকের ঘটনার প্রতিবাদ জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন কলরব। শনিবার (৪ জুন) দুপুর ২টায় কলরবের পক্ষ থেকে 'নরসিংদী রেলস্টেশনে সংঘটিত ঘটনায় আমাদের অবস্থান, এসো গাই শালীনতার জয়গান' শীর্ষক এক মানববন্ধন জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। কলরব থেকে গণমাধ্যমে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ একটি বহুমুখী সংস্কৃতির দেশ হলেও এ দেশের সভ্যতা-শালীনতা এবং ধর্মীয় কালচার যুগ যুগ ধরে স্বীকৃত। এ দেশের মানুষ পোশাকের ক্ষেত্রে শালীন এবং ভদ্র পোশাককেই বেশি গ্রহণ করে থাকে। প্রত্যেকেই যার যার ব্যক্তিগত পোশাকের স্বাধীনতা ভোগ করতে পারে। তবে ভিনদেশি, অশালীন এবং সামাজিকভাবে স্বীকৃত নয় এমন পোশাক এবং সংস্কৃতি কখনওই এ দেশের মানুষ গ্রহণ করে না।
তাই নরসিংদীর ঘটনা একটি সামাজিক সভ্যতাগত বিষয় হিসেবে দেখা উচিত।’মানববন্ধনে বক্তারা বলেন, ‘নরসিংদী রেলস্টেশনে যে ঘটনাটি ঘটেছে তা একটি সামাজিক প্রতিবাদের বিষয়। বাংলাদেশে ভিনদেশি সংস্কৃতির প্রচার-প্রসার রোধে সামাজিক প্রতিবাদের বিকল্প নেই। এমন প্রতিবাদ করায় যে নারীকে গ্রেফতার করা হয়েছে, তাকেসহ এ ঘটনায় গ্রেফতার হওয়া সকলের অতিদ্রুত মুক্তি দেওয়া উচিত বলে আমরা মনে করি।’তারা বলেন, ‘সেদিন নরসিংদী রেলস্টেশনে কী হয়েছিলো তার কোনও সুষ্ঠু তদন্ত ছাড়াই ওই নারীকে গ্রেফতার করার বিষয়টি রহস্যজনক। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তা প্রকাশ করতে হবে।’
তারা আরও বলেন, ‘আমরা এই মানববন্ধন নরসিংদী রেলস্টেশনে করতে চেয়েছিলাম এবং সে হিসেবে আমাদের প্রস্তুতিও ছিল। কিন্তু প্রশাসনের বাধায় আমরা নরসিংদীতে প্রোগ্রামটি করতে পারিনি। এ ধরনের একটি সামাজিক কার্যক্রমে বাধা দেওয়ার বিষয়টি ন্যক্কারজনক এবং অগ্রহণযোগ্য। সামাজিকভাবে এসব ঘটনার প্রতিবাদ না করতে পারলে অবশ্যই সামাজিক শৃঙ্খলা এবং সম্প্রীতি নষ্ট হবে বলে আমরা মনে করি। কলরব মনে করে, একটি জাতীয় সাংস্কৃতিক সংগঠন হিসেবে দেশের সংস্কৃতি এবং ইসলামি ভাবধারা রক্ষায় সোচ্চার থাকা আমাদের দায়িত্ব এবং কর্তব্য । সাথে সাথে এটি আমাদের নাগরিক অধিকার। এ অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা উচিত নয়।’
কলরবের প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কলরবের পরিচালক শাহ্ ইফতেখার তারিক, নির্বাহী পরিচালক মুফতী সাঈদ আহমাদ, যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান, সিনিয়র শিল্পী আবু রায়হান, ইলিয়াস হাসান, ইয়াসিন হায়দার, সাঈদুজ্জামান নূর, ইলিয়াস আমিন, ওমর আবদুল্লাহ, হোসাইন আদনান, তাওহীদ জামিল, সালমান সাদী, আবির হাসান, ইমরানুল ফারহানসহ কলরবের শিল্পীরা।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.