প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৩ , ৯:১৮:৫৩ প্রিন্ট সংস্করণ
সাগর আহম্মেদ-পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়িতে বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে আজ রোববার। সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। কলেজের মূল ফটক, শহীদ মিনার চত্বর, কমনরুম, খেলার মাঠসহ পুরো ক্যাম্পাস জুড়েই নবীনদের ছড়াছড়ি।
৮ অক্টোবর রোববার সারাদেশের ন্যায় বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাসের শুভ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ.কে.এম আব্দুর নুর।
এদিকে উচ্চমাধ্যমিকের প্রথম ক্লাস করে উচ্ছ্বাস প্রকাশ করেন নবীন শিক্ষার্থীরা। রুবেল নামের এক শিক্ষার্থী বলেন, উচ্চমাধ্যমিকের পড়ালেখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রাচীন ও আধুনিক কলেজে ভর্তি হতে পেরেছি এটি আমার জন্য অনেক আনন্দের। জীবনের লক্ষ্য অর্জনে এই সময়টুকু আমাদের জন্য সহায়ক হবে এমন প্রত্যাশা করছি।
রিপন নামের আরেক শিক্ষার্থী বলেন, এ কলেজ নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। এ কলেজের শিক্ষকদের তত্ত্বাবধানে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পড়াশোনার সময় অতিবাহিত করতে পারব ভেবেই অনেক আনন্দ লাগছে।
অপরদিকে উচ্চমাধ্যমিকে শ্রেণির এসব নবীন শিক্ষার্থীদের কঠোর নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার মধ্যে রাখার জন্য ইতোমধ্যেই বেশকিছু নির্দেশনার কথাও জানিয়েছে কলেজ প্রশাসন। এবং অধ্যক্ষের কার্যালয় থেকে নবীন ছাত্র-ছাত্রীদের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তা অবশ্যই তাদের মানতে হবে ।
অধ্যক্ষ একেএম আব্দুর নুর আরো বলেন, তিন ধাপে আবেদন করেও কলেজ না-পাওয়া শিক্ষার্থীদের আবার আবেদনের সুযোগ দিচ্ছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এটি চতুর্থ (সর্বশেষ) ধাপ বলছে কমিটি। এ ধাপে শিক্ষার্থীরা আজ রোববার(৮অক্টোবর) ও আগামীকাল সোমবার (৯ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবে।
এ ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে শ্রেণি কার্যক্রমের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি খাজা নাজিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ।