প্রতিনিধি ২৫ জুলাই ২০২৩ , ৯:০৬:৪১ প্রিন্ট সংস্করণ
মো:মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল(ডিবি)পুলিশের অভিযানে আবুল কালাম শেখ (৩২) ও সিরাজুল ইসলাম ওরফে সাহেব আলী (৩৫)কে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে নড়াইল ডিবি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের (ওসি)মো:সাজেদুল ইসলাম। নড়াইল কালিয়া উপজেলায় কলিমন গ্রামের আবুল কালাম(৩২) পিতা:মৃত লায়েক হোসেনের ও সিরাজুল ইসলাম (৩৫)একই গ্রামের মৃত সৈয়দ আহম্মদ মোল্যার ছেলে। ২৪ জুলাই রাতে কালিয়া থানাধীন কলিমন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক (ওসি) মো:সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো:সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ১৪০ (একশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার(মোসা:সাদিরা খাতুনের) নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।