প্রতিনিধি ৫ মে ২০২৪ , ৫:০১:০৬ প্রিন্ট সংস্করণ
মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে এক বছর কারাদণ্ড ও ১৬,০০,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত ১ জন আসামি গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম। শনিবার ৪ মে সকাল ০৭ঃ৩০ ঘটিকার সময় এনআই এ্যাক্টের মামলায় ০১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১৬,০০,০০০/-(ষোল লক্ষ) টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মো. শরিফুল ইসলাম মিন্টু কে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মো. শরিফুল ইসলাম মিন্টু নড়াইল জেলার সদর থানার ভওয়াখালী গ্রামের নাসিরুল ইসলাম এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহা.মেহেদী হাসান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।