• খুলনা বিভাগ

    নড়াইলে শূকর ছড়াতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

      প্রতিনিধি ১ জুলাই ২০২৪ , ৫:৫১:০৩ প্রিন্ট সংস্করণ

    মো:মাহাফুজুর রহমান-নড়াইল প্রতিনিধি:

    নড়াইলে শুকর ছড়াতে এসে বজ্রপাতে প্রাণ গেল ৩জনের। এসময় আহত হয়েছেন আরও একজন। রোববার মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই মাঠে শুকর চরাতেন বলে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম। নিহতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন মণ্ডল (৫৪), খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় ও সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি (৫২)। আহত চিত্ত মণ্ডল একই এলাকার বাসিন্দা। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ,গত ২৫ দিন আগে বাড়ি থেকে শুকর চরাতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিল। সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়। এ বিষয়ে,নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের নিকট হস্থান্তর করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ