মো:মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:
আজ পহেলা বৈশাখ-১৪৩০, বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন। দিনটি হলো আনন্দ, আশা ও নবায়নের একটি সময় এবং বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের এই দিনে জীর্ণতা ঘুচিয়ে নতুনের আহ্বানে নববর্ষকে স্বাগত জানায় সব শ্রেণি পেশার মানুষ। ঐতিহ্যবাহী নড়াইল সুলতান মঞ্চ চত্বরে আজ ১৪ এপ্রিল(শুক্রবার) সকালে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়।
বাংলা বছরের প্রথম দিন মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নতুন বর্ষকে বরণ করে নেয় নড়াইলবাসী। এছাড়া দিনটি উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে বাঙ্গালির ঐতিহ্যবাহী বর্ষবরণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, প্রফেসর মোঃ রবিউল ইসলাম, অধ্যক্ষ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ; জনাব আঞ্জুমান আরা, মেয়র, নড়াইল পৌরসভা, নড়াইল।সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.