প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৪ , ৮:২৭:৪৫ প্রিন্ট সংস্করণ
মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো.আবুল বাসার ওরফে উজ্জল মোল্যা (৩৬) নামের ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাব্বিরুল আলম। গ্রেফতারকৃত মো.আবুল বাসার ওরফে উজ্জল মোল্যা (৩৬) নড়াইল জেলার সদর থানাধীন বেদভিটা পশ্চিমপাড়া গ্রামের মৃত আকতার হোসেন মোল্যার ছেলে। মঙ্গলবার (১৬ এপ্রিল)৪:৩০ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন ১১ নং বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা থেকে মো.আবুল বাসার ওরফে উজ্জল মোল্যা (৩৬) এর রান্নাঘরের সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো. ফারুক হোসেন, এএসআই(নিঃ) আনিসুজ্জামান,
এএসআই(নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো.আবুল বাসার ওরফে উজ্জল মোল্যা (৩৬) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোহা.মেহেদী হাসানের) নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।