প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৪ , ৮:৪৮:৫০ প্রিন্ট সংস্করণ
মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত পারভিন বেগম (৩৬) নামের ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।
গ্রেফতারকৃত পারভিন বেগম (৩৬) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন চোরখালী গ্রামের মৃত মফিজ আলীর কন্যা। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ০৫ঃ৪০ ঘটিকার দিকে নড়াইল জেলার নড়াগাতি থানাধীন খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের হালিম এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) নয়ন বিশ্বাস ও এএসআই(নিঃ) সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পারভিন বেগম (৩৬)কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৫০(একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোহা.মেহেদী হাসানের) নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।