• আইন ও আদালত

    নড়াইলে ইয়াবা ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-৩

      প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:০১:৪৮ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমাল-নড়াইল জেলা প্রতিনিধি:

    মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো.) সোহান (৩০), মোঃ মহসিন (৩২) ও মো.ইমদাদুল হক (২৮) নামের ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বিরুল আলম। গ্রেফতারকৃত মো.সোহান (৩০) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কচুবাড়িয়া গ্রামের মো.মারুফ হোসেনের ছেলে, মো মহসিন (৩২) নড়াইল সদর থানাধীন রামচন্দ্রপুর পাচুরিয়াপাড়া গ্রামের মৃত লোকমান শেখের ছেলে এবং মো. ইমদাদুল হক(২৮) একই গ্রামের মৃত কওছার উদ্দিন শেখের ছেলে।

    ২৩ ফেব্রুয়ারি’২৪ রাত ০২ঃ২০ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর সাকিনে জনৈক আবুল কালাম শিকদারের বসতঘরের দক্ষিণ-পশ্চিম কোণে গোসলখানার সামনে হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মো.ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো.ফারুক হোসেন, এএসআই(নিঃ) আনিসুজ্জামান, এএসআই(নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো.সোহান (৩০),

    মোঃ মহসিন (৩২) ও মো. ইমদাদুল হক (২৮)দেরকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৯৫ (পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোহা. মেহেদী হাসানের) নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ