• দুর্ঘটনা

    নছিমনের চাপায় একজনের মৃত্যু

      প্রতিনিধি ১৭ মার্চ ২০২২ , ১২:৪২:৫৯ প্রিন্ট সংস্করণ

    আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টারঃ

    নাটোরের বড়াইগ্রামে নছিমনের চাপায় একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার মৌখাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম (৫২) বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড় দাইড়পাড়া গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে নিহত শহিদুল প্রতিদিনের ন্যায় সাইকেলযোগে বাড়ি থেকে বাঁধন টেইলার্সে কাজের উদ্দেশ্যে মৌখাড়া আসছিলেন। মৌখাড়া বাজারে নসিমনটি পেছন থেকে সামনে অতিক্রম করার সময় সাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে শহিদুল রাস্তায় পড়ে গেলে নছিমনটি তাকে চাপা দেয়।

    নছিমনের পেছনের চাকা নিহত শহিদুলের মাথার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয় উত্তেজিত জনতা নছিমন এবং তার চালক সাইদুর রহমানকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে নসিমনটি জব্দ করে এবং চালক কে থানায় নিয়ে যায়।এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান- নসিমনটি জব্দ করে ও তার চালককে থানায় নিয়ে আসা হয়েছে, তবে অভিযোগ না করায় বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হচ্ছে । ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ