আব্দুল কুদ্দুস-নগরকান্দা উপজেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া মাঝিকান্দা গ্রামে (২১ অক্টোবর) শুক্রবার দুপুর ২ টায় পানিতে ডুবে নয় বছর বয়সী এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। যানাযায় বাড়িতে বিবাহের অনুষ্ঠান চলছিল, দুপুরে সমবয়সী দশ বার জন শিশু এক সঙ্গে বাড়ির পাশে কুমার নদীতে গোসল করতে যায়। হঠাৎ খোকন মাতুব্বরের মেয়ে রাফা মুশফিক (৯) পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর বিষয়টি এক সহপাঠি টের পেয়ে রাফা মুশফিকের পরিবারকে জানায়।
পরে স্বজন ও প্রতিবেশীরা নদীতে খোঁজাখুঁজি করে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত্যু ঘোষনা করে। নিহত রাফা মুসফিক পোড়াদিয়া মাঝিকান্দা গ্রামের খোকন মাতুব্বরের মেয়ে, পুড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে অধ্যায়নরত ছিল। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.